কবিতাঃ ‘যেতে যদি চাও’
যেতে যদি চাও
শেখ মোজাহিদুল ইসলাম
যেতে যদি চাও তুমি নাহি দিব বাধা-
ইচ্ছে হলে চলে এসো হৃদয়ের মন্দিরে!
মৃগ্ধ করে রেখেছো আমায় তোমার হৃদয়ের গভীরে।
তোমার ভালোবাসার আঁচল দিয়ে ঢেকে রেখো চোখ যেনো না লাগে।
আকাশের তারার মত চুপি চুপি চলে এসো মৃগ্ধতার জানালায়।
যেতে যদি চাও নাহি দিবো বাধা-
মধু মাখা মুখের সে মিষ্টি হাসি কি করে ভুলি বলে যেও তুমি?
মুক্ত বাতাসে হেটেছিলাম দুজনে কি করে ভুলি বলে যেও তুমি?
যেতে যদি চাও নাহি দিবো বাধা!
ফুচকা খাওয়া আর গেইটে দাঁড়িয়ে থাকা স্মৃতি কি করে ভুলি
বলে যেও তুমি?
ঝড় বৃষ্টি কাঁদাভরা রাস্তা আটকে রাখতে পারেনি আমায় ছুটে গিয়েছি তোমার পাশে।
কি করে ভুলি তোমায় বলে যেও তুমি?
হল থেকে বের হয়ে সব দিকে তাকিয়ে যখন দেখেছো আমি দাঁড়িয়ে আছি,
দৌড়ে এসে বলেছিলে তুমি এত ভালবাসো?
আমি নিরবে দাঁড়িয়ে কি যে বলছিলাম মনে কি আছে তোমার??
এশিয়াবিডি/ডেস্ক/কামরান

