আনোয়ারায় বৃক্ষ রোপনের মধ্যদিয়ে শেখ কামালের জন্মবার্ষিকী পালন

চট্টগ্রামের আনোয়ারায় বৃক্ষ রোপনের মধ্য দিয়ে শেখ কামালের জন্মবার্ষিকী পালন করেন আনোয়ারা উপজেলা পরিষদ।

আজ ৫ই আগষ্ঠ (বুধবার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জৈষ্ঠ্য পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭১তম জন্মবার্ষিকী’তে আনোয়ারা উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এক বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিনুল ইসলাম,আনোয়ারা ২নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কায়ুম শাহ্, ৮ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন হিরো, ৩নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জানে আলম সহ পরিষদের বিভিন্ন সিনিয়র কর্মকর্তাবৃন্দ।

এশিয়াবিডি/কেকে/জাহিদ

আরও সংবাদ