কবিতাঃ ‘তাল-বেতাল’

তাল-বেতাল

মোঃ তোফায়েল হোসেন

তোমার তালে তাল দিয়ে হয়েছি বেতাল,
এখন নাকি বলে বেড়াচ্ছ- আমি মাতাল!
আর কে বলো এমন করে দিত- রূপালী জ্যোৎস্না,
ট্রেনে চড়ে দিত ফাঁড়ি শহরের চৌমোহনা?

তোমার সুরে সুর দিয়ে হয়েছি বেসুর,
এখন নাকি বলে বেড়াচ্ছ- আমি অসুর!
আর কে বলো এমন করে দিত- উষ্ণ শিহরণ,
মেঘের ভেলায় চড়ে দিত ফাঁড়ি স্বপ্নপুরীর গগণ?

তোমার ঠোঁটে ঠোঁট দিয়ে হয়েছি অটুট,
এখন নাকি বলে বেড়াচ্ছ- আমি দিয়েছি ছুট!
আর কে বলো এমন করে দিত- হৃদয় ছুঁয়ে,
প্লেনে চড়ে দিত ফাঁড়ি- নীল আঁচলে শুয়ে?

তোমার সুখে সুখ দিয়ে হয়েছি অসুখ,
এখন নাকি বলে বেড়াচ্ছ- আমি দিয়েছি দুখ!
আর কে বলো এমন করে দিত- লাল মারুতি গাড়ী,
কষ্টের কপ্টারে চড়ে দিত ফাঁড়ি- তোমার বাড়ী?

তোমার প্রশ্নে প্রশ্ন দিয়ে হয়েছি প্রশ্নহীন,
এখন নাকি বলে বেড়াচ্ছ- আমি স্বপ্নহীন!
আর কে বলো এমন করে দিত- স্বপ্নময় ক্ষণ,
স্বপ্নের সসারে চড়ে দিত ফাঁড়ি- অনন্ত জীবন?

এশিয়াবিডি/ডেস্ক/কামরান
আরও সংবাদ