আনোয়ারায় জাতীয় শোক দিবসকে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসকে সামনে রেখে আনোয়ারা ৭নং সদর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৮আগষ্ট (শনিবার) বিকেলে আনোয়ারা সদর ইউনিয়নের মা কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সকলের সিদ্ধান্ত মোতাবেক ১৫আগস্ট উপলক্ষে সকাল আটটায় কালো ব্যাজ ধারণ,দশটায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং বিকালে দোয়া মাহফিল ও আলোচনা সভার কর্মসূচি হাতে নেয়া হয়।
এসময় আনোয়ারা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উৎপল সেন এর সভাপতিত্ব জাহিদুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন আনোয়ারা সদরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সৈয়দ, ৭ নং সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বাবু অসীম কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম (বকুল), শ্রমিক লীগের সহ-সভাপতি মামুনুর রশিদ, জেলা যুবলীগের সদস্য আলী আব্বাস, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক অনুপম চক্রবর্তী (বাবু), রনি বল, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কলিম উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ইউপি সদস্য সহ অন্যান্য সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ।
এশিয়াবিডি/কেকে/জাহিদ