গোধুলী লগ্নে এশিয়াবিডি২৪ডটকম প্রকাশিত হয়েছে : : ০৯ আগস্ট ২০২০, ১০:১৬ অপরাহ্ণ Share গোধুলী লগ্নে চারিদিক অল্প অল্প করে ঢেকে যাচ্ছে অন্ধকারে। এমন সময় দেখা আলো ছায়া পানির খেলা। ছবিটি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মুন্সিবাজার এলাকা থেকে ধারণ করা হয়েছে। ছবিঃ মান্না দাস Share