নারীর হাত দিয়ে ইয়াবা পাচার, ৩০০ পিস ইয়াবাসহ মহিলা আটক
চট্টগ্রামের আনোয়ারায় দিনকে দিন বাড়ছে ইয়াবার প্রকোপ। ৩০০ পিস ইয়াবাসহ এক মহিলা আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।
গতকাল ৮-ই আগষ্ট (শনিবার) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার পি.আই.বি সড়কের বিলপুর রাস্তা মাথার যাত্রী ছাউনি থেকে এস আই আরাফাত বিন ইউছুফের নেতৃত্বে একটি পুলিশ ফোর্স ছেনেওয়ারা বেগম (২৫) নামের এক মহিলা কে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
থানা সুত্রে জানা যায়, আটককৃত মহিলা ১০নং হাইলধর ইউনিয়নের খাসখামা গ্রামের মোঃ মঞ্জুরের স্ত্রী।
এই বিষয়ে আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ বলেন,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় এস আই আরাফাতের নেতৃত্ব একটি পুলিশ টিম প্রেরন করা হয়। এসময় ৩০০ পিস ইয়াবাসহ এক মহিলা কে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) টেবিল এর ১০(ক) এ মামলা করা হয়।
এশিয়াবিডি/কেকে/জাহিদ