স্বপ্নযাত্রা ট্রাস্টের কার্যকরী কমিটির পূর্ণগঠন
মৌলভীবাজারের রাজনগরে তেলিজুড়ি গ্রামের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন স্বপ্নযাত্রা ট্রাস্টের কার্যনির্বাহী কমিটির পূর্ণগঠন হয়েছে।
শনিনার (১০ আগষ্ট) ৪৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির পূর্ণগঠন পক্রিয়া সম্পন্ন হয়।
সংগঠনের কার্যনির্বাহী কমিটির সাবেক নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে এবং সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদনক্রমে আগামী তিন বছরের জন্য উক্ত কমিটি ঘোষণা করা হয়।
স্বপ্নযাত্রা ট্রাস্ট, তেলিজুরী গ্রামের আগ্রহী, রুচিশীল ও উদ্যোমী তরুণদের নিয়ে গঠিত সম্পূর্ণ একটি অরাজনৈতিক ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।
এই সংগঠনটি ২০১৫ সালে যাত্রা শুরু করে তেলিজুরী গ্রামের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এছাড়া ও গ্রামের অসহায় এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে চলছে।
সংগঠনের সভাপতি রেজাউল করিম রোমন বলেন, স্বপ্নযাত্রা ট্রাস্ট আগামীতে এলাকার সার্বিক উন্নয়ন, মানবিক কাজে সাড়াদান সহ গ্রামের শান্তি শৃঙ্খলা রক্ষায় এই সংগঠনটি অতীতের মতো আগামীতে ও কাজ করে যাবে। উক্ত সংস্থাটিকে আরো সামনের দিকে এগিয়ে নিতে দল, মত নির্বিশেষে দেশ এবং প্রবাসের সকল শুভাকাঙ্ক্ষী ও সদস্যদের সর্বাত্মক সহযোগিতা তিনি কামনা করেছেন।।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান

