কবিতাঃ ‘এলোমেলো’

এলোমেলো

মোঃ তোফায়েল হোসেন

বন্ধ হোক হানাহানি
রক্ত নিয়ে খেলা
অন্ধ সমাজের গ্লানি
খেয়ে যাক দোলা।
——–
বৃষ্টি বঙ্গে আসবে বলেও
এলো না গতকাল
আসি আসি করে শেষে
ঘুমাল মহাকাল।
——–
তোমার মতো বন্ধু পেলে
জীবনটা হতো ধন্য
ধরতাম আমি জীবন বাজি
শুধু তোমার জন্য।
——–
এক জীবনে মেটে না কভু
মনের সকল আশা
পাওয়া না পাওয়ার অসীমে
নিজেকে নিয়ে ভাসা।
——–
চাতক পাখী হারিয়ে গেছে
হারিয়েছে “ফটিকজল”
সোনালী দিন হয়েছে মলিন
স্মৃতির সূর্য অস্তাচল।
——–
ব্যস্ত জীবনে আছে শুধুই
কাজ আর কাজ
তবুও অনাহারে মরছি
বুঝে না সমাজ।
——–
চুপ করে শুনে যাও
কোনো কথা বোলো না
ধূপ শিখা ছুঁয়ে দাও
ছেড়ে মিছে বাহানা।
——–
আজ সকালে শুনতে পেলাম
কুহু কুহু রব
আসবে বলে আশায় রইলাম
ভুলে কলরব।
——–
বঙ্গ নারী জানো তুমি
শাড়িই তোমার অঙ্গশোভা
রঙ্গ করে সাঙ্গ সেজে
হারাও কেন নিজ আভা।
——–
তোমার ছবি ধরা পড়েছে
আমার মনের ক্যানভাসে
যেন মোনালিসা শুয়ে আছে
অরণ্য উপত্যকার ঘাসে!
——–
বারোটি বসন্ত কাটিয়ে দিলাম
তোমায় আমায় মিলে
আজ কেন চলে যেতে চাও
দূর দিগন্তের নীলে

এশিয়াবিডি/ডেস্ক/কামরান 
আরও সংবাদ