মৌলভীবাজারে ঊষার আলোর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার এর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ঊষার আলো সমাজকল্যাণ সংগঠনের আগামি কাউন্সিল উপলক্ষে অদ্য রোজ (শুক্রবার ১৪ আগষ্ট) বিকাল ৪ ঘটিকায় প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর বাসভবনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, মোঃ সাইদুল ইসলাম মান্না, সাধারণ সম্পাদক এস এন সাকিব, কার্যনির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাঈম আহমদ তালুকদার, মান্না আহমেদ, শেখ জাহিদ হাসান, আহসান রাজিব, সিরাজুল ইসলাম শুভ, শেখ শাকিল, মোঃ সিজানুর রহমান, মোসাইদ আহমদ, শেখ মেহেদী হাসান, সাকেদ রহমান, সাকিল আহমেদ প্রমুখ।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাইদুল ইসলাম মান্না এশিয়াবিডিকে বলেন, প্রতিষ্ঠাকাল থেকেই এই সংগঠন জেলার দরিদ্র অসহায় মানুষের পাশে থেকে সহযোগীতা করার লক্ষ্যে কাজ করে আসছে, তাদের নায্য দাবী-দাবা আদায়ে সর্বাত্মক চেষ্টা করে আসছে এবং এই ধারাবাহিকতা সবসময় অটুট থাকবে। আমাদের এই সংগঠনের জন্য আমি সকলের কাছে দোয়াপ্রার্থী।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান