করোনা কালে আলেমরা কোন দিকে?


বিশ্বে যখন করানোর থাবায় বিদ্ধস্থ তখন আলেমরা কোন দিকে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় তা এখন দেখার বিষয়। ডোমেইন, হোষ্টিং ছাড়া ফেসবুকে পেইজ খুলে নামে ব্যনামে টিভির নাম দিয়ে একে অন্যের মধ্যে কাঁদা ছুড়াছুড়ি করছেন বেশ কয়দিন থেকে যা সাধারণ মানুষ হাস্যকর বলে মনে করছে। দেশের সেরা কওমি আলেম বলেন আর আলিয়া আলেম বলেন সকলের মধ্যে একই যন্ত্রণায় কাজ করছে যা চোখে পড়ার মত।

কিছু দিন আগে দেশের কওমি আলেমদের নিয়ে সোশ্যাল মিডিয়াতে আলোচনা সমালোচনা দেখে তাদের ছাত্র সমতুল্য তাড়াও ভুল ধরছে তাদের কর্মকাণ্ড দেখে। কেউ মাদরাসার টাকা আত্বসাৎ করছেন কেউ জমি আত্বসাৎ করেছেন বলেও জানাযায়।

দেশের খ্যাতি অর্জিত আলেমরাও মিত্যে বানোয়াট ব্যক্তিদের মত তাড়াও সমালোচনায় লিপ্ত। যখন তাদের কুকর্মকাণ্ড মিডিয়াতে তুলেধরা যায় তখন মিডিয়াকে দালাল বলতে তারা কৃপণতা করে না যা বহু দিন থেকে দেখে আসছি।

আসছি মূল কথায়-গত এক সাপ্তাহ থেকে চোঁখে পড়ছে তরিকা পন্থি আলেমরা খানকায় জিকির করে মানুষের মরা রুহকে জিন্দা করতে মুরিদান কে তরবিয়ত দিচ্ছেন যুগ যুগ ধরে। যা আমি একজন কোনো এক খানকায় যাওয়া আসা খুব পুরনো অভ্যাস যা আমি হৃদয় দিয়ে অনুভব করি।

সুন্নি সুন্নি বলে গলার সুরে সুরে গলা ফাঠায় তারা আজ পীরের বাড়ি কোরবানি দিয়ে খানকাহ ঘরকে জিন্দা করছে বলে আজ লাফায়! খাট পূজা, মাজার পূজা সেজদায় লিপ্ত হয়ে আজ তারা সুন্নিজামাত! দেশের সেরা এক আলেমও প্যাচ করে তিনিও সমর্থন করলেন যা মূলধারার সুন্নিরা ঘৃণ্যমত প্রকাশ করছেন।

করোনায় যখন মানুষ দিশেহারা হয়ে পরিবার পরিজন নিয়ে কোনমতে জীবনযাত্রা পার করছে। ঘরে বসে নামে ব্যনামে টিভি পেইজ নিয়ে লাইভে কাদা ছুড়াছুড়ি করছেন একে অন্য কে নিয়ে যা হক্ব পন্থি আলেমদের লজ্জিত করা ছাড়া কিছুই নয়।

ভালও করছেন কিছু তরুন আলেম সমাজও যা প্রশংসার দাবিধার তারা সিলেটের বড় ছাহেব নামে পরিচিত মাওলানা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলি হাজার হাজার এতিমের অভিভাবক হয়ে কাজ করছেন। খানকায় বসে নয় পায়ে হেটে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে খোজ নিচ্ছেন খাবার পাঠিয়ে দিচ্ছেন যা ওমর (র) আদর্শ লালন করে।

মৌলভীবাজারের আলাউর রহমান টিপু, জিয়া উদ্দিন ইউসুফ সহ বেশ উদিয়মান আলেমরাও সমাজের অবহেলিত মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন।

দুঃখের বিষয় হলো শীতকাল আসলে কুকিল কণ্ঠের অধিকারী বক্তারা আজ লাইভ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাধারণ মানুষ আজ তাদের চেহারা দেখতে পায় না দেখবেও বা কেমনে তাদের তো আজ ভিউ ফলোওর বেশ প্রিয় হয়েছে!

প্রিয় পাঠক বর্তমান সমাজে এরকম অহরহ গঠনা ঘটছে যা সাধারণ মানুষ সজাগ সচেতন না হলে ভবিষ্যৎ আমাদের কালো রাত্রে পরিনিত হবে বলে আমি মনে করছি।
ধন্যবাদ।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান
আরও সংবাদ