আজিজুর রহমানের মৃত্যুতে রাজনগর উপজেলা আ’লীগের শোক



গণপরিষদের সাবেক সদস্য ও মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে
বাংলাদেশ আওয়ামীলীগ রাজনগর উপজেলা শাখা।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে প্রবীণ এ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করে রাজনগর উপজেলা আওয়ামীলীগ।

আজিজুর রহমান তার মৃত্যুর আগ পর্যন্ত মৌলভীবাজার জেলা পরিষদ ও রেডক্রিসেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ছিলেন একাধিক বারের নির্বাচিত সংসদ সদস্য, সাবেক হুইপ।

তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও ১৪ দলের জেলা সমন্বয়কসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন আজিজুর রহমান।
তিনি ছিলেন গণপরিষদ সদস্য এবং বাংলাদেশের সংবিধানে স্বাক্ষরকারী। তিনি স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদানের জন্য স্বাধীনতা পদকে মনোনীত হন।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান
আরও সংবাদ