কমলগঞ্জের ১৮ টি দোকানে আগুন; প্রায় ১৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি


কমলগঞ্জ উপজেলার ঠাকুর বাজারে (২৪ আগষ্ট) ভোর ৫টার সময় আগুন লেগে প্রায় ১৮টি দোকান পুঁড়ে ছাই। ১৮টি দোকানে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। এই ক্ষতি পুঁষিয়ে উঠা সম্ভব নয়।

এলাকা বাসীর অভিযোগ আগুন লাগার পর তারা কমলগঞ্জ ফায়ার সার্বিস কে অভিহিত করেন। ফায়ার সার্বিস কে বলার পর তারা কোন গুরুত্ব দেয় নি। তারপর এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে দুইজন ফায়ার সার্বিস অফিসে যান। অফিসে যাওয়ার পরে তারা ঘটনাস্থলে আসেন। আসার পরেও পানি দিয়ে আগুন নিভাতে পারেন নি। তাদের পানিবাহী গাড়ী নষ্ট হয়ে যায়।

এলাকাবাসী বলেন, ফায়ার সার্বিসের অবহেলার কারণে এই দূর্ঘটনার শিকার। ফায়ার সার্বিসের অবহেলা দেখে এলাকা বাসী পানি ঢেলে আগুন নিভানোর চেষ্টা করেন। তারপরেও আগুন নিভানো সম্ভব হয় নি। পরে এলাকাবাসী ও ফায়ারসার্ভিস মাধ্যমে আগুন নিভানো সক্ষম হন।

এশিয়াবিডি/কেকে/আজমী
আরও সংবাদ