ছবিঃ শরৎকালের রংধনু এশিয়াবিডি২৪ডটকম প্রকাশিত হয়েছে : : ২৫ আগস্ট ২০২০, ১০:৫২ অপরাহ্ণ Share দেখতে ভালো লাগে ভালোবাসার দৃর্শ্য বলে। দেখা গেলো শরৎ কালের রংধনু রঙ্গে রাঙানো পূর্ব দিকের আকাশে। ছবিটি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ইটা চা বাগান এলাকা থেকে ধারন করা হয়েছে। ছবিঃ মান্না দাস Share