রাজনগরে হিলফুল ফুযুলের সহায়ক কমিটি গঠন
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নে মৃত ব্যাক্তির কবর খনন, কাফন, গোসল করানোসহ যাবতীয় সকল কর্মকান্ডে সহযোগীতা করবে খলাগাঁও হিলফুল ফুযুল ইসলামী যুব সংঘ।
বৃহঃপতিবার (২৭ আগষ্ট) রাতে খলাগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদে ২৫ সদস্যবিশিষ্ট সহযোগী কমিটি গঠন করা হয়।
আল আমিন হাজারীর সভাপতিত্বে ও কামরান হোসাইনের সঞ্চালনায় কমিটি গঠনকালে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ছালেহ উদ্দীন, সহ সভাপতি মুকিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক কামরান আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক দুরূদ আহমদ প্রমূখ।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ছলেহ উদ্দীন বলেন, মহান আল্লাহ তা’লার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আর্থ মানবতার সেবায় হিলফুল ফুযুল ইসলামী যুব সংঘের কার্যক্রম অব্যাহত থাকবে।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান

