কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারী পরিদর্শন করেছেন মন্ত্রী পরিষদ সচিব


সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লোভাছড়া পাথর কোয়ারী পরিদর্শন করেছেন মন্ত্রী পরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মোহাম্মদ কামাল হোসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিন দিনের সফরে সিলেট এসে তিনি রবিবার (৩০ আগষ্ট) সকাল ১১টায় লোভাছড়া পাথর কোয়ারী পরিদর্শন করেন।

এসময় পাথর কোয়ারী খুলে দেয়ার দাবীতে লোভাছড়া নদীতে নৌকাযোগে পাথর ব্যবসায়ী ও শ্রমিকরা বেনার ও ফেস্টুন নিয়ে মানববন্ধন করেন। এসময় কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, সহ সভাপতি জামাল উদ্দিন, সিলেট জেলা পরিষদের সদস্য আলমাছ উদ্দিন, লোভাছড়া আদর্শ পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি নাজিম উদ্দিন, মুলাগুল পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি গিয়াস উদ্দিন, বিশিষ্ট পাথর ব্যবসায়ী তমিজ উদ্দিন মেম্বার সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী পরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মোহাম্মদ কামাল হোসেন সকাল ১০ কানাইঘাট পূর্ব বাজারস্থ নদী ঘাট থেকে নৌকাযোগে সুরমা নদী ভায়া লোভাছড়া নদী হয়ে লোভাছড়া পাথর কোয়ারী এলাকা পরিদর্শন শেষে দুপুর সাড়ে ১২টায় কানাইঘাট উপজেলা সদরে ফিরে আসেন। এসময় লোভাছড়া নদীতে ব্যবসায়ীরা নৌকায় তিনির সাথে কথা বলা ও স্বারকলিপি দেওয়ার চেষ্টা করলে মন্ত্রী পরিষদ সচিব বিকাল ৪টায় সিলেট সার্কিট হাউসে তাদের সাথে কথা বলবেন বলে জানান।

এসময় সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম, কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খান, কানাইঘাট থানার অফিসার ইন্চার্জ মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এশিয়াবিডি/ ডেস্ক/ আলিম 

আরও সংবাদ