কবিতাঃ ‘মুমূর্ষ’
মুমূর্ষ
মোঃ তোফায়েল হোসেন
কেউ আসেনি কোনদিন সুদূর অতীতে বিবর্ণ স্মৃতিতে
মেঘডাকা অষ্টপ্রহরে নষ্ট ঘরে ভ্রষ্ট হয়ে এমন ঘোর বর্ষায়;
অঝর শ্রাবণের টিপটিপ বৃষ্টিতে প্লাবনের শিহরণ সৃষ্টিতে
মায়াবী ছন্দে ফেলেনি কেউ দ্বন্ধে এমন অন্ধকার সন্ধ্যায়।
তুমি কেনইবা এলে অকম্পিত বাহু মেলে এমন বেলায়
কেনইবা ছুঁয়ে দিলে ঠোঁটের কালো তিল শর্বরী মায়ায়
আমি তো আনাড়ী নেই ঘর বাড়ী- থাকি সরাইখানায়!
আসেনি কেউ কোনদিন জীবনের আশাতে তনুর লিপ্সাতে
উদ্দীপক অঞ্জনে উপেক্ষিত গুঞ্জনে সঞ্চারিত ভালোবাসায়;
হয়নি স্পন্দিত সরীসৃপ শতরঞ্জিতে সংকীর্ণ মৃদু হেঁয়ালিতে
কামাক্ষীর মন্ত্রে মানসতন্ত্রে হিমায়িত সর্বগ্রাসী ভাবনায়।
কেনইবা তুমি এলে অনঙ্গের অগ্নি নীলে এমন বারিধারায়
ছুঁয়ে কেন দিলে হৃদয়ের বিলে শিস দেয়া কামনার নেশায়
আমি তো মুমূর্ষ কেমনে দেখাই বিশ্ব- চোখের তারায়!
এশিয়াবিডি/ডেস্ক/কামরান

