কবিতাঃ ‘দু’জনে নির্জনে’
দু’জনে নির্জনে
মোঃ তোফায়েল হোসেন
চন্দনের বনে আনচান মনে
খেলেছিলে যে খেলা
বন্ধনের দিনে ক্রন্দনের বানে
ভেসে গেল সে বেলা।
আমরা দু’জনে অতি সংগোপনে
এনেছিলাম যে ফাগুন
সন্দেহ লালনে ভুল শব্দচয়নে
লেগেছে তাতে আগুন।
উড়ছে গগণে ভাসছে পবনে
দিয়েছিলে যে সুখ
ঘুরছে শ্রাবণে ডুবছে প্লাবণে
পোড়ে যাওয়া বুক।
হৃদয়ের টানে প্রেমের গানে
সাজিয়েছিলে যে ঘর
আজ সেখানে বিরহী কথনে
হচ্ছে শ্রাবণ ঝড়।
লোভের দর্শণে বিষের বর্ষণে
করেছিলে যে ভুল
ভাঙ্গা দর্পনে রাঙ্গা অর্পনে
হয়ে গেল সে ফুল।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান