কবিতাঃ ‘স্বার্থের মেহমান’

স্বার্থের মেহমান

সাঈদ বিন আমান

বেকার বলে দাম ছিল না
পায় নি কোনো চাকরি
চাল থাকলে সবজি ফুরোয়
আগুন আনলে নাই লাকড়ি।

এখন তাহার অর্থ আছে
পেয়েছে বড় পদের জব
থাকতো যারা অতি দূরে
এখন কাছে আসছে সব।

বুঝতে তো নেই বাকি
স্বার্থের মেহমান এরা
আর্জি নিয়ে দিন-রাত
পিছু করছে ঘুরা-ফেরা।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান
আরও সংবাদ