কবিতাঃ ‘যোদ্ধা ও শঠ’


যোদ্ধা ও শঠ

বায়েজিদ হোসেন

ভাতের জন্য লড়তে লড়তে
ভুলতে বসেছে যারা ভাতারের নাম,
তাদের কাছে ধর্মের গান
কোন লজ্জায় বলতে আসো ?
এতোই যদি ধার্মিক হও
তবে, দু-মুঠো ভাত দিয়ে একটু ভালোবাসো ৷
ধানের মাঠে, আলুর ক্ষেতে
ইটের গাদায়, কারখানা আর রাস্তায়
ঘাম ঝরিয়ে যার জীবন যায়-
তাদের কাছে বস্তাপচা সমাজের গান
কোন লজ্জায় গাইতে আসো ?
এতোই যদি সমাজ নিয়ে ভাবো
তবে, দু-মুঠো ভাত দিয়ে একটু ভালোবাসো ৷
সুযোগ পেলেই জ্ঞান ভান্ডার খুলে
বুদ্ধিজীবী ভাব জাহির করো।
নিজের ঘাড়ে আসতে দেখলেই
লেজ গুটিয়ে ভাগো।
তোমাদের মত শঠের চেয়ে রাস্তার কুকুর ভালো।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান
আরও সংবাদ