সংঘর্ষ

আজ দোল। রাধাকান্তপুর এই ছোট গ্রামটায় রং খেলা খুব আড়ম্বরেই হয় প্রতিবছর। বিশেষত তালপুকুরের দুপাড়ে বামুনপাড়া আর রায়পাড়ার মধ্যে হোলির দিন যেন দূর্গাপুজার থেকেও বড় উৎসবের দিন। সকাল থেকেই রায় পাড়ার আবালবৃদ্ধবণিতা খোল করতাল নিয়ে রং খেলতে খেলতে বামুনপাড়ার রাধাকৃষ্ণের মন্দিরে এসে হাজির হয়। সেখানেই সারাদিন পুজাপাঠ, নাচগান, খাওয়া- দাওয়ার পর আবার সন্ধ্যায় সবাই রায় পাড়ায় ফিরে আসে। এটাই বহুকালের রীতি।
কিন্তু এবারের পরিস্থিতি একটু অন্যরকম। সকাল আটটা বেজে গেল তবু রায় পাড়ার কেউই রঙ খেলতে খেলতে খোল করতাল নিয়ে গান গাইতে গাইতে ও পাড়ায় যাচ্ছেনা। তার বদলে একটা চাপা গুঞ্জন যেন ঘরে ঘরে। আসলে হয়েছে কি…

খবরটা খুব ভোরেই ছড়িয়ে পড়েছিল দুই পাড়ায়। রায় পাড়ার যুবক কাজল বামুনপাড়ার সদ্য বিধবা অঞ্জনাকে নিয়ে গত রাতে পালিয়েছে। দু’জনের সম্পর্কের কথা দু’ চার দিন আগেই জানাজানি হয়ে গিয়েছিল। সেই থেকেই কেমন যেন থমথমে একটা ভাব বিরাজ করছিল। তবে দুই পাড়ার সর্দাররা গত সন্ধ্যায় গোপন একটা বৈঠক করেছিল এবং বৈঠক শেষে নিজ নিজ পাড়ায় তারা আজকের দোল উৎসবের বহুকালের রীতি ঠিক থাকবে বলেও জানিয়েছিল। কিন্তু ভোরে যখন এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা জানাজানি হয়ে গেল তখন বৈঠক অসফল হয়ে গেল।

বেলা বাড়ার সাথে সাথে দুই পাড়ার মধ্যে উত্তেজনাও বাড়তে লাগলো এবং তা ক্রমশঃ সংঘর্ষের দিকে ধাবিত হলো। বৃদ্ধরা বিষয়টা থামাতে আপ্রাণ চেষ্টা করলেন কিন্তু রক্ত টগবগ করা যুবকদের কিছুতেই থামানো গেল না। এর কারণও অবশ্য আছে- বামুনপাড়ার সেরা সুন্দরী অঞ্জনা কিন্তু তার পাড়ার অনেক যুবকের ঘুম হারাম করে দিয়েছিল সেই ঋতুবর্তী হওয়ার আগেই। মনে মনে হলেও অঞ্জনার প্রেমে পড়েনি এমন যুবক একটাও খুঁজে পাওয়া কষ্টকর। আর অন্যদিকে অঞ্জনার বড় ভাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছিল কাজলের ছোট বোন সুমা। আবার সুমার প্রেমে হাবুডুবু খাচ্ছিল রায়পাড়ার সর্দারের মেজ ছেলে শুভ। সে অবশ্য সুমাকে বলেও ছিল তার ভালোলাগার কথা। কিন্তু সুমা এড়িয়ে গিয়েছিল। তবে মূল কারণটা জানতে সময় লাগেনি শুভ’র।

এসব খণ্ড খণ্ড কারণগুলো একেক জায়গায় একেকভাবে উস্কানি দিতে লাগলো। অবশেষে রায়পাড়া আর বামুনপাড়ার সীমানা রক্তে রক্তাক্ত হলো। কিন্তু কেউ জানল না- কাজল আর অঞ্জনা মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে গেছে ততক্ষণে।

লেখকঃ কবি, প্রাবন্ধিক
কমলগঞ্জ, মৌলভীবাজার থেকে।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান
আরও সংবাদ