কবিতাঃ ‘আমার আমি’
আমার আমি
শম্পা দত্ত দাশগুপ্ত
সমুদ্র ,
বিরাট আকাশ —-
বিরাট কিছু নই , তবু আমি
দিন যায় , আয়ু কমে
শ্মশানের অবসানে নিঃস্ব হই প্রাণে ।।
দিও না অত বিরাট আকাশ
দাও , এক টুকরো আকাশ
কিছুটা সামুদ্রিক স্হল ।
আমি দূর আকাশে উড়বো না —
তবুও ওড়ার সাধ জাগে মনে
ডানা নেই প্রাণে , আছে মনে ।
চিন্তা করি , শ্মশানর তপ্ত ধোঁয়া ,
রাস্তার ধূলো বালি , ভিখারির নোংরা বাসা ।
আর , মনের এক কোনে জেগে ওঠে
শুকনো মরা একটা গাছ —
ওরা জানুক আমি নেই , যদিও আমি বর্তমান ।
কোথায় আমি , যেখানে আকাশকে পর্দা দিয়ে ঢাকে
বাড়ীর পর বাড়ী —-
সেখানে আমার অভাব ওরা বুঝবে না ।
তাই নীরব হয়েই আমি যাত্রা করি।
কবিঃ কলকাতা , ভারত থেকে
এশিয়াবিডি/ডেস্ক/কামরান

