কানাইঘাটে ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা


কানাইঘাটে ছাত্রদলের নবগঠিত সকল কমিটি বাতিলের দাবিতে উপজেলা ছাত্রদলের ত্যাগী নেতাকর্মীদের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল শুক্রবার বিকাল ৩টায় কানাইঘাট বাজার পয়েন্ট থেকে শুরু হয়ে পূর্ব বাজারস্থ ডাকবাংলোর সামনে গিয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

কানাইঘাট সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুর রহমান ও কলেজ ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক বাবলু হোসেন বাবলুর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল নেতা সাইয়ান আহমদ, ফাহিম আহমদ, শিব্বির আহমদ, বাবলু হোসেন, তোফায়েল আহমদ, নুহরুল ইসলাম, এমাদ উদ্দিন, আল তোফায়েল, দেলোয়ার হোসেন, রেদোয়ান আহমদ, রাসেল আহমদ, আম্বিয়া আহমদ, নজরুল ইসলাম, মুমিন আহমদ, মাহফুজ আহমদ, দেলোয়ার হোসেন, ছালিম আসলাম, তোফায়েল আহমদ সালিম, শরফ আহমদ, নজরুল আহমদ, আশরাফুল ইসলাম পাভেল প্রমূখ।

সভায় বক্তারা বলেন, পাথর ব্যবসায়ী ও শ্রমিক সহ বিভিন্ন মামলার আসামীদের দিয়ে উপজেলা ছাত্রদলকে ধ্বংস করার জন্য এই পকেট কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭২ ঘন্টার ভিতরে এসব পকেট কমিটি বাতিল করতে হবে। অন্যতায় এসব পকেট কমিটির জবাব ছিদ্দিকুর রহমান পাপলুকে দিতে হবে। বিক্ষোভ মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা ছিদ্দিকুর রহমান পাপলুর বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেয়।

এশিয়াবিডি/কেকে/আলিম 
আরও সংবাদ