বালিকার কষ্টের প্রেম
রাস্তার তিন অংশের এক অংশ জুড়ে একাদশে পড়ুয়া বালিকা হাঁটছে। বেদনাদায়ক আনমনা ভাব। ইতিমধ্যেই রিক্সায় ওঠলো আর ভাবতে লাগল কেন তার মনের মানুষটা তাকে ত্যাগ করল। বাসার সামনে না থেমে কিছু দূরে থামাল রিক্সা। ভাড়া দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে যেতে লাগল বাসার ভিতর। বইয়ের ব্যাগটা বিছানায় রেখে একদম আধমরা ভাব নিয়ে দরজা বন্ধ করে বেশ কিছুক্ষণ শুয়ে শুয়ে কাঁদল। যাই হোক রাত্রে ঘুম হলোনা তার। বেশ কিছুদিন কাটলো এভাবে ঘুমহীন রাত। একাদশের ছাত্রী সে সহসাই বন্ধুর সংখ্যা অনেক। নিজের ব্যার্থ প্রেমের কথা জানাল কিছু বন্ধুকে। তারা তাকে সান্তনা দিল। আবেগ, সান্তনায় কেটে গেল কিছুদিন। চলে আসলো ভাইরাস যামানা, সূচনা হলো করোনাকালের।
কলেজ বন্ধ। আহ্ কি জ্বালা! বন্ধুবান্ধবের সহিত দেখা নাই। ভার্চুয়াল লাইফ আর শারীরিক আলাপ অন্য বিষয়। প্রেমিকের দেওয়া ব্যাথা আর অলস সময়ে যোগ হয়েছে রোগের নিরাপত্তাহীনতা। তারপরও আশায় বুকবাধে আবার খুলবে কলেজ, শারীরিকভাবে হবে সুখ দুঃখের গল্প। হয়তো মাঝেমধ্যে নিষ্ঠুরটার সাথেও হতে পারে চোখের দেখা।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান

 
			 
 