আনোয়ারায় নৈশ প্রহরী খুন!

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি::চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া বাজার এলাকায় মোহাম্মদ এয়াকুব (৫৫) নামে এক নৈশ প্রহরীকে খুন করে পালিয়ে যায় দূর্বৃত্তরা।
শনিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে চুন্নাপাড়া দোকানের মোড়ে এ ঘটনা ঘটে। নিহত এয়াকুব চুন্নাপাড়া বাজারের নৈশ প্রহরী ছিলেন এবং চুন্নাপাড়া গ্রামের কালাগাজী বাড়ীর মরহুম মাওলানা আবদুচ ছামাদের ছেলে।
জানা গেছে, এক বছর ধরে এয়াকুব চুন্নাপাড়া দোকানের মোড় সংলগ্ন বাজারের ব্যবসায়ী সমিতির অধীনে নৈশ প্রহরির দায়িত্বে নিয়োজিত ছিলেন। অন্যান্য দিনের মত শনিবার রাতেও তিনি ওই বাজারে প্রহরির দায়িত্ব পালন করতে যান।
দায়িত্বপালনকালে রাত ৩টার দিকে মোঃ এয়াকুবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে এয়াকুবকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ইতিমধ্যে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখানে কোন চুরি ডাকাতির চিহ্ন পাওয়া যায়নি।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শক্রুতার জের ধরে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। কী কারণে কারা এয়াকুবকে হত্যা করেছে তা উদঘাটনে কাজ করছে পুলিশ।
রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম জানান, মধ্যরাতে দুইজন অজ্ঞাত ব্যক্তি এয়াকুবকে খুন করে পালিয়ে যায়। হত্যাকান্ডের কারণ এখন পর্যন্ত কিছু জানা যায়নি।
এশিয়াবিডি/ মুবিন/ জাহিদ

