কবিতাঃ ‘অভিমানী কথা’

অভিমানী কথা

তনিমা ইসলাম তন্নি

সেই দিন গুলো কেও দেখে নি,
অবস্তু আমি ব্যাস্ত শহরে,
বেড়ে উঠছি রোজ।
তোমার মতন করে,
যদিও তুমি ব্যস্ত আছো,
অন্য কোন নগরে।
আমি অসহায় চলে যাবো,
কোন একদিন,
তন্বী নদীটির তীরে।
যেথায় রবে জলের কলরবের সাথে নিরবতার মিশ্রণ,
খোলা আকাশ,
চাঁদনী রাত,
আর বুক ভরা কষ্ট নিয়ে
রোজ মনে করবো
তোমার সাথে আমার কাটানোর প্রতিটা মূহুর্ত,
জোছনার সাথে সন্ধি হবে রোজ তোমাকে নিয়ে।
চাঁদের সাথে ঝগড়া হবে হাজার বার,
সেই তোমাকে নিয়ে।
এইভাবেই কাটিয়ে দিব প্রতিটা সময়,
অপেক্ষা নামক কঠিন বাদ্যযন্ত্রে
অভিমানী সুর বাজিয়ে,
তবুও তোমায়,
হারাতে দিব না,
শুধু জানবে না তুমি কোনদিন,
দেখবে না কিছু,
এই আমার অভিমানী কথা।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান
আরও সংবাদ