কবিতাঃ ‘আস্তিনের আধুলি’

আস্তিনের আধুলি

মমতাজ মম

সে এক দস্যি ছেলেবেলার গল্প…
আঁচলের খুট, আধুলি পয়সা, ভালোবাসা অল্প-স্বল্প।
মায়া হাসি কেনার লাগি আঁচলের খুটে থাকতো বাধা আধুলির রুপ।
স্কুলের ঘন্টায় জিভের নাচন, আইস্ক্রিমের লোভ!
বুকে জড়ায়ে ধারাপাত আর আদর্শলিপি’র বই,
গিট্টু খুলার খসখস আওয়াজে আধুলির নজরদারিতে রই।
ঘন্টা বাজায়ে মিঠাইওয়ালা আসে,
চোখ আটকে রয় হাওয়ার মিঠাইয়ের বাক্সে!
কাজ ফেলে সোনামুখি হাসির দুয়ার খুলে,
কাঁধ হতে আঁচল নামিয়ে গিট ছেড়ে আধুলিখান হাতে দেন তুলে।
জিভের তলায় হাওয়ার মিঠাই মিলায়….
আঁচলের খুটে বাধা আধুলির সিন্ধুক! আজীবন জমা হয়েই রয়।

এশ্যিয়াবিডি/ডেস্ক/কামরান
আরও সংবাদ