কবিতাঃ ‘শরতের বিকেলে’
শরতের বিকেলে
শাকিল আহমেদ সৌরভ
শরতের এক বিকেল বেলায়
তুমি কাশবন দেখছো,
আর অনুভবে আমার কথা
চোখ পাতাতে লিখছো?
আমার প্রশ্ন করা দেখো হাসছো?
হেসো না বলছি,
তুমি হৃদয় চোখে দেখো
কাশফুল হয়ে দুলছি।
আমি তোমার খুব পাশে
খুব’ই কাছাকাছি,
এই আমি তোমার ছিলাম
তোমার আজো আছি।
শরৎকালে বিকেল হলেই
মনে পড়ে তোমায়,
স্মৃতিগুলো তাড়া করে
ভীষণ ভাবে আমায়।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান

