পদত্যাগ করলেন “রাজনগর বার্তা” পত্রিকার নির্বাহী সম্পাদক ইমরান
মৌলভীবাজারের রাজনগর উপজেলার সাপ্তাহিক রাজনগর বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক আহমদউর রহমান ইমরান পদত্যাগ করেছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) তিনি নিজ ইচ্ছায় পত্রিকার নির্বাহী সম্পাদক পদ থেকে পদত্যাগ চেয়ে সম্পাদক বরাবরে “পদত্যাগ পত্র” জমা দেন। পদত্যাগ পত্র থেকে জানা যায়, পারিবারিক ও ব্যক্তিগত ব্যস্ততার কারনে সাপ্তাহিক রাজনগর বার্তা পত্রিকায় নিয়মিত মনসংযোগ করতে পারছেন না উল্লেখ করে পত্রিকার পরিষদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগ করেছেন।
সাংবাদিক আহমদউর রহমান ইমরান বলেন, আমার পারিবারিক ও ব্যক্তিগত ব্যস্ততার কারনে সাপ্তাহিক রাজনগর বার্তা পত্রিকা থেকে পদত্যাগ করেছি। আমি সাপ্তাহিক রাজনগর বার্তার সফলতা কামনা করি।
এশিয়াবিডি/ডেস্ক/কেকে

