কবিতাঃ ‘কষ্ট কথন’

কষ্ট কথন

মোঃ তোফায়েল হোসেন

সেদিন বৃষ্টি এসেছিল
যেদিন তুমি আসবে বলে আসোনি;
আমি চেয়ে রয়েছিলাম
তবুও অপেক্ষায় ফুল ফোটেনি।
সেদিন ঝড় এসেছিল
যেদিন আমি বৃষ্টিতে ভিজেছিলাম;
তুমি বৃষ্টি বিলাসী
অথচ আমি একা-ই ভালোবেসেছিলাম।

সেদিন বজ্র এসেছিল
যেদিন তুমি করেছিলে প্রসহন;
আমি রয়েছি নীরব
তবুও মেঘেরা করেছিল অনশন।

সেদিন শ্রাবণ এসেছিল
যেদিন আমার চোখ অঝরে কেঁদেছিল;
তুমি প্রেমময়ী ছিলে
অথচ আমার দেহ প্লাবনে ভেসেছিল।

সেদিনও রাত এসেছিল
যেদিন তোমার দেখা পাইনি;
আমি নির্ঘুম রয়েছিলাম
তবুও তুমি ফিরে আসোনি।

সেদিনও প্রেম এসেছিল
যেদিন ছিলেনা আমার পাশে;
তুমি নাকি মমতাময়ী ছিলে
অথচ আমি ঘুমালাম সবুজ ঘাসে!

কবিঃ কমলগঞ্জ, মৌলভীবাজার থেকে।

এশিয়াবিডি/ডেস্ক/কেকে
আরও সংবাদ