কানাইঘাটের ডোনা সীমান্ত দিয়ে গরু আনতে বিজিবি’র উপর হামলা: আহত ৫
থানায় মামলা দায়ের

সিলেটের কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির ডোনা সীমান্ত দিয়ে গত শনিবার ভোরে স্থানীয় চোরাকারবারীরা অবৈধ ভাবে প্রায় শতাধিক গরু নিয়ে আসার সময় ডোনা ক্যাম্পের বিজিবি জোয়ানরা চোরাকারবারীদের গরু আটকের চেষ্টা করে। এসময় চোরাকারবারীরা সংঘবদ্ধ ভাবে বিজিবি জোয়ানদের উপর হামলা চালায়।
এতে চোরাকারবারীদের অতর্কিত হামলায় ডোনা ক্যাম্পের ৫ জন বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন বলে ডোনা ক্যাম্পের নায়েক সুবেদার মোহাম্মদ হারুনুর রশিদ জানিয়েছেন। এঘটনায় ডোনা ক্যাম্পের নায়েক সুবেদার হারুনুর রশিদ বাদী হয়ে ডোনা সীমান্ত এলাকার স্থানীয় চোরাকারবারী বাবু, লোকমান, সাদ্দাম সহ ১৪ জনের নাম উল্লেখ করে রবিবার (২০ সেপ্টেম্বর) কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ১৬, তারিখ- ২০/০৯/২০২০ইং।
কানাইঘাটের ডোনা ক্যাম্পের নায়েক সুবেদার হারুনুর রশিদ জানান, সম্প্রতি সীমান্ত এলাকার চোরাকারবারীরা সংঘবদ্ধ হয়ে কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা দিয়ে প্রতি রাতে অবৈধ ভাবে ভারতীয় গরু-মহিষ দেশের অভ্যন্তরে নিয়ে আসছে। এতে বিজিবি জোয়ানরা ডোনা সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতীয় গরু-মহিষ আনতে বাধা প্রদান করলে তারা বিজিবি’র টহল পার্টির উপর হামলা চালায়। এতে ডোনা ক্যাম্পের ৫ জন বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতদেরকে ডোনা ক্যাম্পে ব্যারাকেই চিকিৎসা প্রদান করা হচ্ছে।
এশিয়াবিডি/কেকে/আলিম
