অবৈধভাবে বালু উত্তোলন, ৫০হাজার টাকা জরিমানাসহ একটি ড্রেজের জব্দ

চট্টগ্রামের আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন করায় একটি ড্রেজার মেশিন জব্দ ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

২১ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে উপজেলার সাঙ্গু নদীতে উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানবীর হোসেন চৌধুরীর নেতৃত্বে সাঙ্গু ক্যাম্পের কোস্টগার্ডের সদস্যদের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়।

এই বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানবীর চৌধুরী বলেন, উপজেলার সাঙ্গু নদীর তীরবর্তী এলাকায় বেশ কিছুদিন ধরে ড্রেজার মেশিনে বালু উত্তোলন করে বিক্রি করছে একটি চক্র। বালু উত্তোলন ও ট্রাকে পরিবহনের ফলে প্রাকৃতিক পরিবেশ বিপর্যয় হওয়া সহ নষ্ট হচ্ছে এলাকার সড়কগুলো। যার দরুন মানুষের চলাফেরা কষ্টসাধ্য হয়ে পড়ছে।

তাই গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হলে ঘটনাস্থল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের একটি ড্রেজার মেশিন জব্দ করা হয় এবং বালু উত্তোলনের সাথে সংশ্লিষ্ট বেলাল নামে একজনকে পাওয়া গেলে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদলতের এই অভিযান অব্যাহত থাকবে।

এশিয়াবিডি/কেকে/জাহিদ
আরও সংবাদ