ছবিঃ পোকা দমনের আলোকপাত
কস্টের সোনার ফসল নষ্ট করে থাকে অনেক ধরনের পোকা। এই আলোকপাতের মাধ্যমে পোকা দমন করছেন কৃষকরা। দুদিকের ফসলের মাঝখানে এই আলোকপাত বাসানো হয়েছে। আর এই আলোকপাতের মাধ্যমে ছোট,বড়,মাঝারি অনেক রকমের পোকা বন্দি হচ্ছে। ফলে পোকা থেকে বেঁচে যাচ্ছে সোনার ফসল। ছবিটি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মুন্সীবাজার এলাকা থেকে ধারন করা হয়েছে। ছবিঃ মান্না দাস