সিলেটে ছাত্র সংগঠন গুলোর পৃথক পৃথক বিক্ষোভ ও মানববন্ধন

সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে জিম্মি করে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় জড়িত ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেটের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে এমসি কলেজের প্রধান ফটক টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখা হয়।

বিকেল ৪টায় প্রগতিশীল ছাত্র জোটের সিলেট জেলা শাখা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বন্দর সিটি পয়েন্টে সমাবেশে শেষ করে।

বাদ আসর নগরীর কোর্ট পয়েন্টস্থ কালেক্টর মসজিদের সামনে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়।

সাড়ে ৫ টার দিকে নগরীর শিবগঞ্জ এলাকায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এম,সি কলেজ শাখার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এমসি কলেজ ছাত্রশিবিরের সভাপতি ইমদাদুল হক।

বিকেল ৫ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগরী এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে। তবে তাদের মিছিলে পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন সিলেট মহানগর ছাত্রদল সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান। তিনি বলেন, শান্তিপূর্ণ মিছিল দরগাহ মহল্লা থেকে চৌহাট্টায় এসে শেষ হয়। পরে সেখানে পথসভা করার সময় কোনও কারণ ছাড়াই পুলিশ আমাদের মিছিলে লাঠিপেটা করেছে।

দুপুর ১২টায় নগরীর কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র সিলেট জেলা।

বাদ আসর নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস এম,সি কলেজ শাখা।

এছাড়া সিলেটের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক দলের নেতাকর্মীদের স্লোগানে মুখরিত ছিল আজকের সিলেটের রাজপথ।

এশিয়াবিডি/ডেস্ক
আরও সংবাদ