কবিতাঃ ‘স্বপ্নরা বিপন্ন’

স্বপ্নরা বিপন্ন

মোঃ তোফায়েল হোসেন

থমকে যাওয়া প্রহর ধমকে ওঠে পড়ন্ত বজ্রের সাথে
দূরন্ত আবেগে ছুটেছে সবেগে উন্মুক্ত হৃদয়- রাজপথে।
বেদনার বালুচরে একাকী
নিঃসঙ্গতার কবিতা লিখি!
বিবর্ণ শূন্য এক হাত সুবর্ণ অন্য হাতে রাখি
শোকে মাতোয়ারা হয়েছি বিরহ রয়েছে বাকি!

প্রহরের পর প্রহর
ভাঙ্গছে মন-শহর!
ফিরবে না সে আর, চলে গেছে যেখানে যাবার
হারিয়েছি যেন হাজার, নেই আর কিছু হারাবার!
বিষণ্নতায় হয়েছি একাকার
কেউ নেই আর ভালোবাসবার!

স্মৃতির আয়নায় দেখি জীবন দিচ্ছে ফাঁকি- এ প্রভাতে
স্বপ্নরা বিপন্ন প্রহসনে, বসে ভাঙ্গা আসনে- কোন মতে
দিচ্ছে সান্ত্বনা আড়ালে
আসবে দু’হাত বাড়ালে!
আঁধার কম্পমান বাড়াবে ব্যবধান পাশে দাঁড়ালে
কষ্ট নদী বহমান- মান অভিমান ভুলেই হারালে!

এশিয়াবিডি/ডেস্ক/কামরান 
আরও সংবাদ