কবিতাঃ কম্পমান নেশা
![]()
কম্পমান নেশা
মোঃ তোফায়েল হোসেন
মানব তুমি দিচ্ছ ডুব নিশ্চুপ রাতের আঁধারে
কখনো কুমারী যুবতীর বুকের উপত্যকায়
কখনোবা বিক্রি হওয়া মহিলার মরণব্যাধিতে!
তুমি কখনো ঘুরছো ভাইরাস আক্রান্ত গিরিখাতে
কখনোবা সদ্য কিশোরীর আতঙ্কের ধাঁধায়
মৃত্যুময়তার এক কম্পমান নেশাতুর ভাবনায়।
মানবী তুমি এখনো কেন রয়েছ চুপ- দাঁড়িয়ে দ্বারে
দেখাও তোমার মায়া অদ্ভুত ছায়া- কামনায়;
না হয় পুড়ে মরবে হাজার যুবক আদিম সমাধিতে।
তুমি এখনো কেন বলছো না কথা এই প্রভাতে
দেখাও তোমার রূপের আগুন- কেমনে কাঁদায়;
না হয় বিকৃত সত্ত্বা জাগ্রত হবেই বিষণ্ন মানবতায়।
মানুষ তুমি কেনইবা হারাচ্ছ হুশ যৌবনের ভারে
কেন হচ্ছো অমানুষ নিষিদ্ধ আসক্তির তীব্রতায়;
থামাও তোমার শিহরণ পশুর আচরণ বৈধ ঘাঁটিতে।
কেনইবা নিজেকে ভাসাও লোক হাসাও দিনে রাতে
কেন হচ্ছো এমন পৃথিবী চায় না যেমন বিবর্ণতায়
থামাও এই লালসা জাগাও আশা আত্মার পূর্ণতায়।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান

