কবিতাঃ যুগাবর্তন
যুগাবর্তন
রাহাত জামিল
খুঁজেছি সুগভীর সমুদ্র হতে বিশালাকার অরণ্যে,
ফেলে আসা অতীতের প্রতিটি পাণ্ডুলিপির প্রচ্ছদ;
যেখানে লেখা ছিল দুটি কাঙ্ক্ষিত প্রানের ভবিষ্যৎ।
জোয়ান নাবিকের বেশে চলেছি যুগ হতে যুগান্তরে,
এক হাতে বাইবেল অন্য হাতে স্টিয়ারিং হুইল ;
খুঁজে চলেছি দুজনের মিলনতীর অহর্নিশি জলারণ্যে।
ক্লান্তভাবে হাঁটছি মহাপৃথিবীর অনন্ত কক্ষপথে,
দক্ষিনের তুঙ্গাভদ্র হতে পশ্চিমের আতপ্ত সাহারায়;
জীবনানন্দ দাসের মত বনলতা সেনের অন্বেষণে।
নীলাভ প্রশান্তের বিরামহীন তুমুল জ্বলোচ্ছাস,
সহস্র বছর পূর্বে প্রতিজ্ঞাবদ্ধ নিষ্কল কথাগুলো,
উচ্ছাসিত ঢেওয়ে নিমজ্জিত অতল জলতলে।
ঝরে যাওয়া ভবিষ্যতের সাজানো স্বপ্নিল ঝর্ণা গুলো,
মিশে গেছে গতানুগতিক তিনটি নদির সংযোগস্থলে;
রহস্যঘন জীবনের মোহনায় খুঁজছি ডুব দিয়ে ডুবুরীর মত।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান