ছবিঃ মেঘ ভেদ করে সূর্যের আগমন কামরুজ্জামান, আমিরাত থেকে :: প্রকাশিত হয়েছে : : ০১ অক্টোবর ২০২০, ১২:২৩ পূর্বাহ্ণ Share আকাশে জমে থাকা মেঘের স্থর ভেদ করে সূর্যের আগমন ঘঠছে। কি অদ্ভুত বিধাতার সৃষ্টি! ছবিটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ধারণ করা হয়েছে। ছবিঃ কামরুজ্জামান Share