কবিতাঃ মনের কোণে

মনের কোণে

মোঃ জসিম উদ্দীন

এলোকেশে, তুমার দেশে
তুমায় নিয়ে হাটতে যাবো।

নির্জনেতে পাশে বসে
গল্প বুনবো
তুমার সাথে আড্ডা দিবো।

স্বপ্নরা আজ দুষর রঙ্গে
রঙ কুড়িয়ে
তুমার সাথে আকাশ ছোব।

একা ঘরে, যখন তুমি ভয়ে ভিতু
তখন তুমি আমায় ডেকো
চোখ বুঝলেই আমায় পাবে।

সূর্যালোকের অলংকারে
ভিন্ন তারার, ভিন্ন গানে
আমায় পাবে আকাশ প্রানে।

তুমায় আমার সাথেই রাখি
মনের ঠানে
মনের কোণে।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান 
আরও সংবাদ