আনোয়ারায় ঘন্টা দু’য়েক ব্যবধানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পানিতে ডুবে একদিনে ঘন্টা দু’একের ব্যবধানে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (৪টা অক্টোবর ) সকালে উপজেলার বরুমচড়া ইউনিয়নে সাইমা (১৬ মাস) এবং ১১টায় রায়পুর ইউনিয়নের মোঃ সাজ্জাদ পানিতে ডুবে মারা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯ টার দিকে সাইমা পুকুরের ঘাটে পাঁ পিচলে পুকুরে পরে ডুবে যায়। সাইমা বরুমচড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের উমদার বাপের বাড়ির মোহাম্মদ ফোরকানের মেয়ে ।
অপর ঘটনায় হাসপাতাল সূত্রে জানা যায়, রায়পুর ইউনিয়নের দক্ষিণ গহিরা থেকে সাজ্জাদ নামে এক শিশু পুকুরে ডুবে যায়। আহত অবস্থায় স্বজনরা সাড়ে ১১ টারদিকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাজ্জাদ দক্ষিণ গহিরার মালেকের ছেলে ।
এশিয়াবিডি/কেকে/জাহিদ

