রাজনগরে তালামিজের দায়িত্বশীল বৈঠক সম্পন্ন
মৌলভীবাজারের রাজনগরে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া রাজনগর উপজেলা শাখার আয়োজনে দায়িত্বশীল বৈঠক সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (০৬ অক্টোবর) লালাপুর এল কে এইচ দাখিল মাদ্রাসায় ঘন্টাব্যাপী এই বৈঠক সম্পন্ন হয়।
রাজনগর উপজেলা তালামীযের সভাপতি হা: মামুন আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলী হোসাইন মিতুলের পরিচালনায় এবং সাংগঠনিক সম্পাদক আবু সালেহ শিপুর স্বাগত বক্তব্যর মাধ্যমে এই বৈঠক শুরু হয়! অনুষ্টানের প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিষদের অর্থ সম্পাদক মো: অজিউর রহমান (আসাদ)।
অনুষ্ঠানের প্রধান বক্তার বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা তালামীযের আহবায়ক এম,এ, জলিল। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজনগর উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা নজরুল ইসলাম, মৌলভীবাজার জেলা তালামীযের সাবেক সভাপতি মো: নিলুর রহমান, লতিফিয়া ক্বারী সোসাইটি রাজনগর উপজেলার সাধারন সম্পাদক মাওলানা রাহেল আহমদ, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড রাজনগর উপজেলার সভাপতি হা:শাহ নেওয়াজ আহমদ, সাধারন সম্পাদক হা:জাকির আহমদ, ২ নং উত্তরভাগ ইউ,পি আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা হাসান আহমদ প্রমুখ।
মো: অজিউর রহমান বলেন, বর্তমান সময়ে নৈতিক শিক্ষার অবক্ষয়ের ফলে শিক্ষা ক্যাম্পাস আজ লজ্জিত, দিশেহারা ছাত্র সমাজ, আত্বসম্মান ও মর্যাদা রক্ষায় শিক্ষার্থীর মাতা পিতা আজ চিন্তিত। অন্যায়, অবিচার, ব্যাবিচারে, আর ধর্ষণে সমাজ আজ কলংকিত। এমনি এক দুর্যোগময় সময়ে তালামীযে ইসলামিয়ার সকল কর্মীকে নৈতিক শিক্ষায় বলিয়ান হয়ে অসহায়ের পাশে দাঁড়িয়ে সকল দু:শাষন, অন্যায়, অবিচার দূর করার আহবান করছি।
এশিয়াবিডি/ডেস্ক/কেকে