ছবিঃ জীবন যুদ্ধে বেঁচে থাকার লড়াইয়ে
দুই পাশে তাকালে নদীর দুই তীরের প্রান্ত দেখা যায় আর আশেপাশে স্রোতের ধারা পানি।জীবন যুদ্ধে বেঁচে থাকার জন্য নদীর মধ্যভাগে নৌকা নিয়ে বেরিয়ে পরেছেন মাছ আহরনের জন্য। ছবিটি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার সুনামপুর এলাকা থেকে ধারন করা হয়েছে। ছবিঃ মান্না দাস