আঞ্জুমানে হেফাজতে ইসলামের আমীর মাওলানা হামিদী’র ইন্তেকাল

আঞ্জুমানে হেফাজতে ইসলামের আমীর, মৌলভীবাজারের জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলূম বরুণা মাদরাসার মুহতামিম ও বরুণার পীর মাওলানা খলিলুর রহমান হামিদী ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (৯ অক্টোবর) মধ্যরাতে আনুমানিক ২টায় মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
এরআগে অসুস্থ হয়ে সিলেট মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি।
এ বিষয়ে বরুণা মাদরাসার মুহাদ্দিস মুফতী হিফজুর রহমান ফুয়াদ ও মাওলানা সাইয়েদ আতহার জাকওয়ান জানান, গত পরশু (৯ সেপ্টেম্বর) খলিলুর রহমান হামিদী শারিরিক অবস্থার অবনতি হলে সিলেট মহানগরস্থ নর্থ ইষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে ভুগছেন। এ্যাজমার কারণে তিনি লান্সের সমস্যায় আক্রান্ত, জ্বর, ডায়াবেটিক অনিয়ন্ত্রিত এবং হাই প্রেসারের রোগী ছিলেন।
এশিয়াবিডি/ ডেস্ক/ মুবিন
