কবিতাঃ অবিশ্বাস
অবিশ্বাস
ইমা আক্তার
পৃথিবীর হয়েছে মারাত্মক অসুখ
যতোবার হাসিমুখ দেখার আশায় মেলেছি দুচোখ
ততোবার আমি অশ্রু দেখে ফিরিয়ে নিয়েছি মুখ
ছেলের জন্য কাপছে মায়ের বুক
বাবাও নিচ্ছে কেড়ে মেয়ের সুখ
নিরাপত্তার সর্বোচ্চ কাঠগড়া ছিলো যে ভাই
স্নেহের বোনটি,তার বুকেও আজ পাচ্ছে না ঠাই
তুমি শিক্ষক, তুমি গুরুজন তোমাকে কিভাবে বিশ্বাস করা যায়
যেখানে আপন ভাই,জন্মদাতা পিতা নিমিষেই রং বদলায়।
সর্বদা বুকে লেগে থাকে এক সংশয়
পরের হিসাবটা যেনো নিজের না হয়।
কিছু নির্লজ্জ বিবেকহীন নর-পশুর জন্য
গোটা পুরুষজাতি আজ কলঙ্কিত আর জঘন্য।
আতঙ্কে আছে দুনিয়ার প্রতিটি বিশ্বস্ত ভাই
নিজের বোনের কাছ থেকে যেনো অবিশ্বাসটুকু না পাই
আড়ালে মুখ লুকিয়ে সেই আদর্শ পিতাও কাঁদে
একা রাস্তায় বাবার সাথে হাটতে, মেয়ের বুকে যেনো না বাধে
আজ বিধাতার কাছে প্রত্যেক মায়ের এক-ই আর্তনাদ
না শুনি যেনো প্রভু”কেনো এমন সন্তান জন্মের আগে করিনি গর্ভপাত”।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান