কবিতাঃ অর্ধেক সত্য

অর্ধেক সত্য

ইমা আক্তার

ছেড়ে যাবো বলে ধরিনি তোমার হাত
তুমি অন্য কারো হাত ধরে দেখলে নতুন প্রভাত
তবুও আমার দুচোখ তোমাতেই আটকায়
তাতে তোমার কি বা আসে যায়।
জানি তোমাকে পাওয়া কঠিন ভীষন
বামন হয়ে চাঁদে হাত বাড়ানোর মতন।
আমি জানি তোমাকে পাওয়া সহজ না
ধর্ম জাত-পাত এক করে দিলেও বলবে তুমি আমার না।
তোমাকে পাওয়া এতটাই কঠিন
সমস্ত সুখ হয়েছে বিলীন
তবুও ভালোবেসেছি আদি-অন্তহীন।
অথচ আমি বরাবর সহজ নিতাম বেছে
কঠিন ছিলো বলে প্রিয় শখটাও বলি হয়েছে।
উপপাদ্য কঠিন লাগতো, সম্পাদ্য বেছে নিতাম
কঠিন লাগতো আর্থিক বিবরনী, একাউন্টিং বই ছেড়েই দিলাম
তবুও তোমায় ছাড়িনি আমি
কি মারাত্মক প্রিয় ছিলে তুমি।
এতো ভালোবাসি বলে,
তুমি পীথাগোরাস প্লেটো কিংবা নিউটন ভাবো নিজেকে
আর লাস্ট বেঞ্চের সেই স্টুডেন্ট ভাবো আমাকে
যে কি না আয়ত্ত করতে পারবে না তোমাকে।
তবুও তোমাকে পেতে চাই, কাকুতি মিনতি জানাই
গল্পের শেষ পাতায় যদি পেয়ে যাই।
পুরোটা ছিলোনা মিথ্যা,ভালোবেসেছিলে হয়তো
তবে জানোই তো, মিথ্যার চেয়ে ভয়ংকর অর্ধেক সত্য।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান
আরও সংবাদ