কবিতাঃ অসভ্য

অসভ্য

এ কে এম খাদেমুল বাশার

ইদানিং প্রচন্ড গরম পড়েছে
বাহিরে বের হলেই গলাটা শুকিয়ে যায়
রাস্তায় এখন আর মানুষ খুব বেশি দেখা যায় না
বন্যার পরে কেমন যেন চারদিকে বিদগুটে গন্ধ পাই।
এদিক সেদিক নানা ধরনের প্রানী পড়ে আছে
কুকুর শিয়াল তাদেরকে টেনে হিচড়ে খাচ্ছে
আকাশে শকুনের দল
কখন নামবে মাটিতে তার প্রহর গুনছে।
যেমন নির্জনে আর সন্ধ্যায় প্রহর গুনিস তোরা মানুষরূপি হায়েনার দল
লুটে নিতে মা বোনের ইজ্জত সহায় সম্বল
ধিক্কার জানাই তোদের –
শকুনের থেকেও নিচে নেমেছিস
মানুষ নয়,
অসভ্য নেকড়ে হায়েনার মত অন্ধকারে ছুটে চলেছিস ।।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান
আরও সংবাদ