রাজনগরে পুলিশ-জনতার ধর্ষণ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট এলাকা ভিত্তিক পুলিশ-জনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৭ অক্টোবর) সকাল ১০টায় এই সমাবেশ ৩নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু করে পুরো বাজার প্রদক্ষিণ করেন।
জেলা পুলিশের আয়োজনে রাজনগর থানার আফিসার ইনচার্জ আবুল হাসিমের সভাপতিত্বে ও এসআই বিনয় ভূষণের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয় দেব কুমার ভদ্র। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমেদ, ৩নং মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান মো. ছালেক আহমদ, ইউপি সদস্য লিটন আহমদ, আব্দুল আহাদ ডিপু, পাবলু জামান, এহসানুর রহমান, সাদিফ রিশাত প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিগণ ও সকল শ্রেণীপেশার মানুষ।
এশিয়াবিডি/কেকে/কামরান