আনোয়ারায় স্কুল শিক্ষিকার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১০নং হাইলধর ইউনিয়নের পীরখাইন গ্রামের বাসিন্দা, আনোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নারগিস আরা বেগম ইন্তেকাল করেছেন।
তিনি আনোয়ারা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মরহুম কাজী কামাল হোসেনের স্ত্রী। শিক্ষানুরাগী ও সমাজসেবী এই নারীর মৃত্যুতে আনোয়ারা শোক জানিয়েছে স্কুল কতৃপক্ষ।
শনিবার (১৭ অক্টোবর) বিকাল ৩ টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
আজ রাত ৯ঃ৩০ মিনিটে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হওয়ার পর পীরখাইন কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছে তার পরিবার।
উল্লেখ্য, এই একই তারিখে স্বামী-স্ত্রী দু’জনের বিয়ে হয়েছিল, সেই একই তারিখে বছর কয়েক ব্যবধানে স্বামী-স্ত্রীর উভয়ের মৃত্যু হয়েছে।
বছর কয়েক আগে ১৭ ই অক্টোবর স্বামী অধ্যাপক কাজী কামাল হোসেন ইন্তেকাল করেছিলেন। তিনি আনোয়ারা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক ছিলেন।
তাদের এই মৃত্যুতে অগ্রযাত্রা বিদ্যালয়ের স্কুল পরিচালনা কমিটি, শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী, কর্মচারীসহ আনোয়ারার সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেন।
এশিয়াবিডি/ জাহিদ/ এমকে