আজিজ আহমেদ সেলিম- এর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাবের শোক প্রকাশ


সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, বিটিভির সিলেট প্রতিনিধি ও দৈনিক উত্তর পূর্ব পত্রিকার প্রধান সম্পাদক প্রবীণ সাংবাদিক আজিজ আহমেদ সেলিম-এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

সোমবার (১৯ অক্টোবর) এক বিবৃতিতে কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম, সাধারণ সম্পাদক আবুল হাসনাত, কোষাধ্যক্ষ ওহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল কাদির মুন্না, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জীবন, প্রচার সম্পাদক মিহাদুর রহমান জুয়েল, সদস্য বাহার হোসেন সাকিব প্রবীণ সাংবাদিক আজিজ আহমেদ সেলিম’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

আজিজ আহমেদ সেলিম বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধির দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সিলেট থেকে প্রকাশিত দৈনিক উত্তরপূর্বের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি টানা দুবার সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। এর আগে সিলেটের প্রাচীন সংবাদপত্র দৈনিক যুগভেরীও সম্পাদনা করেন তিনি। আজিজ আহমেদ সেলিম সাংবাদিকতার পাশাপাশি সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেটের সভাপতির দায়িত্বেও ছিলেন।

এশিয়াবিডি/কেকে/জাহিদ 
আরও সংবাদ