কানাইঘাটে সরকারী গোপাট উদ্ধারের দাবী এলাকাবাসীর


সিলেটের কানাইঘাট উপজেলার দিঘীরপার পূর্ব ইউপির ধনমাইর মাটি গ্রামের মধ্যে দিয়ে বয়ে যাওয়া সরকারী গোপাট দীর্ঘদিন থেকে খনন না হওয়ায় ভরাট হয়ে গেছে। এছাড়া উক্ত গোপাট ভরাট হওয়ার কারণে সরকারী জায়গা স্থানীয় বিভিন্ন লোকজনের দখলে চলে যাওয়ার কারণে বর্ষা মৌসূমে পানি নিষ্কাশনের সুবিধা না থাকায় গ্রামের লোকজন জলাবদ্ধার কবলে পড়ে মারাত্মক দূর্ভোগে শিকার হচ্ছেন। তাছাড়া স্কুলগামী ছাত্র/ছাত্রী সহ এলাকার জনসাধারণ উক্ত গোপাটের রাস্তা উপর দিয়ে চলাচলের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার সম্মখিন হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, উপজেলার দিঘীরপার পূর্ব ইউপির ধনমাইর মাটি গ্রামের হারিছ চৌধুরী ব্রিজ হইতে মুজম্মিল আলীর বাড়ি পর্যন্ত ভয়ে যাওয়া সরকারী গোপাট (জে,এল,নং- ২১৬, দাগ নং- ২৮, খতিয়ান নং- ০১) দীর্ঘদিন থেকে খনন না হওয়ায় ভরাট হয়ে স্থানীয় কিছু জনসাধারণের দখলে চলে গেছে। এতে সরকারী গোপাট দখল হয়ে যাওয়ার কারণে পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতায় গ্রামের লোকজন মসজিদ, মাদ্রাসা ও ছাত্র/ছাত্রীদের স্কুলে যাতায়াতের মৌলিক অধিকার থেকে বঞ্চিত রয়েছেন।

এলাকাবাসীর অভিযোগে জানা যায়, সরকারী গোপাটের জায়গার কিছু অংশ ধনমাইরমাটি গ্রামের তারেক আহমদ, সুহেল আহমদ, এনাম উদ্দিন ও মামুন আহমদ গংরা দখল করে দোকানপাট নির্মাণ করায় জনচলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টির পাশাপাশি জলাবদ্ধতা নিরশনের ক্ষেত্রে বাধাঁর সৃষ্ঠি হতে হচ্ছে। তাই সরকারী গোপাটের জায়গা উদ্ধারের জন্য এলাকাবাসীর পক্ষে ধনমাইর মাটি গ্রামের বাসিন্দা মাহবুব আহমদ গত ১০ অক্টোবর কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এবিষয়ে আলাপকালে ধনমাইর মাটি গ্রামের বাসিন্দা ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মন্নান বলেন, সরকারী গোপাট অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধারে জন্য সরকারী সার্ভেয়ার দিয়ে জায়গা চিহ্নিত করা একান্ত প্রয়োজন তাই আমরা গ্রামবাসীর পক্ষে সার্ভেয়ার দিয়ে মাপ-ঝোক দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদন করেছি। এতে শীগ্রই উক্ত গোপাটের জায়গা চিহ্নিত করে দিবেন বলে সার্ভেয়ার আমাদেরকে কথা দিয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য মুন্সী আবুল হোসেন বলেন, সরকারী গোপাট ভরাট হয়ে গেছে। এতে গ্রামের কিছু লোকজন বিভিন্ন জায়গায় সরকারী গোপাটের উপর গাছপালা রোপন ও গৃহ নির্মাণ সহ দোকানপাট নির্মাণ করেছেন। সম্প্রতি একটি দোকান নির্মাণের সময় গ্রামের কিছু লোকজন উক্ত জায়গাটি সরকারী গোপাট বলে দাবী করে। এতে আমি দোকান নির্মাণকারীকে সরকারী জায়গায় দোকান ঘর নির্মাণ করতে নিষেধ করলে তারা তাদের বাড়ীর পুকুরের জায়গায় দোকান ঘর নির্মাণ করেছে বলে জানান তিনি।

এশিয়াবিডি/ আলিম/ এমকে 

আরও সংবাদ