প্রতিভা বিকাশের মাধ্যমে সৎ ও মেধাবী মানুষ তৈরি করতে হবে -মুহাম্মদ উসমান গণি
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ উসমান গণি বলেন, আজকের শিক্ষা ব্যবস্থায় প্রতিভার প্রতিযোগিতা চলছে। ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীরা সর্বশক্তি প্রয়োগ করছে। কিন্তু সে অনুপাতে ভালো মানুষ হওয়ার প্রতিযোগিতা হচ্ছেনা। প্রত্যেক শিক্ষার্থীর উচিত প্রতিভা বিকাশের মাধ্যমে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠা। তালামীযে ইসলামিয়া প্রতিভা বিকাশের পাশাপাশি সৎ, মেধাবী ও নীতিবান মানুষ তৈরি করতে বদ্ধ পরিকর। তিনি তালামীয কর্মীদের পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হিসেবে তৈরি হওয়ার আহ্বান জানান।
তিনি আজ (২৪ অক্টোবর) শনিবার বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলার বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার উদ্যোগে স্মারকগ্রন্থ ‘প্রতিভার প্রতিধ্বনি’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কলেজ সভাপতি ছিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে ও অর্থ সম্পাদক তানভীর হোসেন সুলেমান এবং বিয়ানীবাজার উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিজামুল ইসলাম রেদওয়ান এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আহমদ আল জামিল, কেন্দ্রীয় সদস্য আব্দুল বাছিত জবলু, সিলেট পূর্ব জেলা সভাপতি কামাল উদ্দিন, সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন, ইউকে আল ইসলাহ নেতা মাওলানা সেলিম উদ্দিন, তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলার সহ প্রচার সম্পাদক আলী হোসেন, বিয়ানীবাজার উপজেলা সভাপতি আব্দুস সামাদ আজাদ, সহ সাধারণ সম্পাদক আবুল হাসান আল মামুন, স্মারকের পৃষ্টপোষক যুক্তরাজ্য প্রবাসী শেখ মাহমুদুর রহমান, বিয়ানীবাজার সরকারি কলেজেন সাবেক সভাপতি হিজবুল হোসাইন তারেক, বিয়ানীবাজার পৌর সাধারণ সম্পাদক মো. শোয়েব আহমদ প্রমুখ।
এশিয়াবিডি/ডেস্ক/মোজাহিদ